শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

দুর্নীতিমুক্ত নিয়োগ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে এবার থেকে ভিডিও রেকর্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। শুধু চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নয়, প্রয়োজনীয় নথিপত্র যাচাই প্রক্রিয়াও ভিডিও রেকর্ডিং করা হবে। পুরো ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখা হবে। ভবিষ্যতে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও অভিযোগ উঠলে তা যাতে ভিডিয়ো ফুটেজ যাতে আদালতে জমা দেওয়া যায় তার জন্যই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএসসি সব ক্ষেত্রেই শিক্ষক নিয়োগ নিয়ে ভুরি ভুরি দুর্নীতি অভিযোগ প্রকাশ্যে এসেছে। একাধিক মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে। চলছে সিবিআই তদন্তও। এই মামলায় বেশ কয়েকজন গ্রফতারও হয়েছেন। এই রকম পরিস্থিতি প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছ আনতে বড় পদক্ষেপ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন:

ফিল্ম রিভিউ: পিএস-১, মণি রত্নমই পারেন এমন গ্রাফিক্সবিহীন রূপকথার জন্ম দিতে

পছন্দের জামায় ঘামের দাগ? সহজে দূর করুন এই ৫ ঘরোয়া উপায়ে

সূত্রের খবর, আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণরা ইন্টারভিউয়ের জন্য বিশেষ কক্ষে প্রবেশের সময় থেকে বেরনো পর্যন্ত টানা ভিডিও রেকর্ডিং করা হবে। নথিপত্র যাচাইও ভিডিও-তে ধরা থাকবে।

Skip to content