শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড ২০২৩ সালে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা ডব্লুবিজিইই (জয়েন্ট) পরীক্ষার দিন ঘোষণা করে দিল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছে বোর্ড। ২০২৩ সালের প্রবেশিকা পরীক্ষা হবে ৩০ এপ্রিল, রবিবার।
রাজ্যে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে পড়ার জন্য জয়েন্ট পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় সফল হলে তবেই রাজ্যের বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

পরীক্ষার দিন ঘোষণার পাশাপাশি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড জনিয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে নজর রাখতে হবে। বোর্ডের ওয়েবসাইট:

https://wbjeeb.nic.in

উল্লেখ্য, ২০২২ সালে গট ২৪ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। ছাত্রছাত্রীদের মোট ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়েছিল।


Skip to content