বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় একাধিক একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মোবাইল-সহ পরীক্ষার্থীরাও ধরা পড়েছে। কোথাও আবার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে প্রশ্ন ফাঁস হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে এরকম কোনও ঘটনা না ঘটে, তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়া নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার সময় সঙ্গে মোবাইল থাকলেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়ে, তাহলে ওই পরীক্ষার্থী এই বছর আর কোনও পরীক্ষাই দিতে পারবে না। সেই সঙ্গে হলের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বসে উত্তর আদানপ্রদানের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। তবে শুধু পরীক্ষার্থীদের জন্য নয়, একই নিয়ম প্রযোজ্য পরীক্ষার হলে সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেন্যু সুপারভাইজার এবং কাউন্সিল নমিনিদের ক্ষেত্রেও। এঁরাও মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না।”
আরও পড়ুন:

কাতারে বন্দি ৮ ভারতীয় নৌসেনার মুক্তির পিছনে কি শাহরুখের হাত? কী উত্তর দিলেন আভিনেতা?

ওষুধ খেয়েও বশে থাকছে না রক্তচাপ? সুস্থ থাকার এই সব ঘরোয়া উপায় জানা আছে?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের অন্যান্য কর্তব্যরত আধিকারিক এবং স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সঙ্গে মোবাইল নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর কেউ মোবাইল নিয়ে এলে তা ভেন্যু সুপারভাইজারের ঘরে জমা রাখতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এও বলেন, সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি যাঁরা পরীক্ষার হলে নজরদারি করবেন, তাঁরাও কড়া নজর রাখবেন।
আরও পড়ুন:

সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যারোমাথেরাপি—মনের ওষুধ, শরীরেরও

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩১: বীণাপাণির চরণ ছুঁয়ে…

উল্লেখ্য, এ বার আগামীকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ ৯০ হাজার। মোট পরীক্ষাকেন্দ্রের সঙ্খ্যা ৮৩৭টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মোট ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে ‘সংবেদনশীল’ হিসাবে চিহ্নিত করেছে।

Skip to content