শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

২০২৫ সালে কবে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সে সংক্রান্ত দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর ৩ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ।
চলতি বছরে বৃহস্পতিবার শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার ছিল রাশিবিজ্ঞান এবং ভূগোলের পরীক্ষা। রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা করেন।
আরও পড়ুন:

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

দীপিকা কবে মা হচ্ছেন? ইনস্টাগ্রামে জানালেন অভিনেত্রী, জানালেন সময়ও

সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরে উচ্চ মাধ্যমিকে মোট ৪১ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই ৪১ জনের মধ্যে ২৫ জন ছাত্রী এবং ১৬ জন ছাত্র। এঁদের সবার কাছেই পাওয়া গিয়েছিল মোবাইল ফোন। সংসদের অভিযোগ, শিক্ষাকর্মীরাও মোবাইল সরবরাহ করার ক্ষেত্রে জড়িত ছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সংসদের সেই অভিযোগ পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে।

Skip to content