রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ২২ জানুয়ারি। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে স্কুলগুলিকে শিক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।
সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, পরীক্ষার্থীরা আগামী ২৪ জানুয়ারি বুধবার থেকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। আর অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে ২৯ জানুয়ারির মধ্যে তা সংশোধনের জন্য বোর্ডের রিজিওনাল কাউন্সিল অফিসে লিখিত জমা দিতে হবে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: চলচ্চিত্র নয়, বুদ্ধদেব দাশগুপ্তের চিত্রকাব্য— উড়োজাহাজ

ওষুধ খেয়েও বশে থাকছে না রক্তচাপ? সুস্থ থাকার এই সব ঘরোয়া উপায় জানা আছে?

মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার আরও একটি বিজ্ঞপ্তি স্কুলগুলিকে পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন করার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর’ ২৩। যদিও অনেক স্কুলই এখনও অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেনি। তাই স্কুলগুলির আবেদনের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ সেই কাজ সম্পন্ন করার জন্য আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে। তবে আগামী ১০ বুধবারের মধ্যেও যদি কোনও ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন না করে থাকে, তা হলে তিনি এ বার আর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না।

Skip to content