ছবি প্রতীকী
এ বছর মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরীক্ষা নিয়ে আরও বেশি কঠোর পর্ষদ। সে কারণে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং নিরপেক্ষতা বজায় রাখতে ‘রিয়াল টাইম অ্যাপ’ চালু করার পরিকল্পনা নিয়েছে।
এই ‘রিয়াল টাইম’ অ্যাপ পরীক্ষার দিনগুলিতে মূলত সতর্কতার জন্য চালু করা হচ্ছে। পর্ষদ কর্তারা এই অ্যাপের সাহায্যে ভেনু সুপারভাইজারদের কাছ থেকে প্রতিনিয়ত রিপোর্ট পেয়ে যাবেন। এক পর্ষদ কর্তার কথায়, এ বার মাধ্যমিক পরীক্ষার পদ্ধতির মূল কাঠামোর কোনও পরিবর্তন হয়নি। কিছু বদল করা হচ্ছে মূলত আয়োজনের ক্ষেত্রে। বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব পদক্ষেপের মূল উদ্দেশ্য একটাই, পুরো পরীক্ষা পর্ব যেন স্বচ্ছ থাকে। তাই এক্ষেত্রে যে কোনও রকম অসহযোগিতায় ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পুলিশ প্রশাসনের নজরদারির পাশাপাশি পর্ষদেরও নজরদারি চালাতে চালু করছে এই ‘রিয়াল টাইম’ অ্যাপ।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: মাধ্যমিকে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার উপায় কি? দেখে নাও আজকের বিষয়: Seen Comprehension
উত্তম কথাচিত্র, পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’
পর্ষদ আগেই জানিয়েছে, নিরাপত্তা ও নিরপেক্ষতা বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রে মোতায়েন পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের হাতে মোবাইল থাকবে না। পাশাপাশি এ বার পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ারদের রাখা হবে না।
আরও পড়ুন:
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে
স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি
কড়া নিয়ম জারি থাকছে ভেনু সুপারভাইজারদের ক্ষেত্রেও। পুরোনো নিয়ম বাতিল করা হয়েছে। এ বার পর্ষদের দেওয়া বিশেষ অ্যাপ ভেনু সুপারভাইজারদের কাছে থাকবে। পর্ষদ এর মাধ্যমে ‘রিয়াল টাইম ডেটা’ পেয়ে যাবে। প্রশ্নপত্র স্কুলে কখন পৌঁছল, খোলা হল কখন, প্রশ্ন বিলিবণ্টন নিয়ে কোনও সমস্যা কি না, পরীক্ষার্থীদের প্রশ্নপত্র কখন বিতরণ করা হল প্রভৃতি বিষয়ে পর্ষদ কর্তারা সরাসরি জেনে নিতে পারবেন ‘রিয়াল টাইম অ্যাপ’-এর মাধ্যমে।