সোমবার ৮ জুলাই, ২০২৪


ওই নির্দেশিকায় মোবাইলের ব্যবহার নিয়েও কিছু নির্দেশ দেওয়া হয়েছে। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্কুলশিক্ষকদের জন্য কড় নির্দেশিকা জারি করেছে। ১৯ ডিসেম্বর এই নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের প্রধানশিক্ষকদের সেই নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে।
নির্দেশনামায় স্কুল পরিচালনা সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ নির্দেশ রয়েছে। মূলত স্কুলশিক্ষকদের নিয়েই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের স্কুলে হাজিরা, মোবাইলের ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানশিক্ষক, স্কুলশিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট আগে স্কুলে প্রবেশ বাধ্যতামূলক। প্রার্থনা সঙ্গীতের জন্য সময় দেওয়া হয়েছে ১০.৪০-১০.৫০ মিনিট। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী ১১টা ০৫ মিনিটে স্কুলে প্রবেশ করলে তাঁকে ওই দিনের জন্য অনুপস্থিত হিসেবে ধরা হবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুল থেকে বিকেল সাড়ে চারটের আগে বেরতে পারবেন না।
আরও পড়ুন:

২৭ ডিসেম্বর টেটের প্রথম দফার ইন্টারভিউ, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সঙ্গে কী কী নথি রাখতে হবে?

মনের আয়না: পরীক্ষার আগে হারাচ্ছে মনঃসংযোগ? কী করলে ফিরবে মনঃসংযোগ? জেনে নাও মনোরোগ বিশেষজ্ঞের মতামত

এ ছাড়াও শিক্ষকদের ক্লাস নেওয়া এবং সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। দরকার পড়লে স্কুলের প্রধানশিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষককেও নির্দিষ্ট নিয়ম মেনে ক্লাস নিতে হবে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে মোবাইলের ব্যবহার নিয়েও নিয়মে বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইলের ব্যবহারের জন্য ক্লাসরুমে ছাত্রছাত্রীদের পড়াশুনোয় যাতে কোনও সমস্যা না হয়, সে-কারণে ক্লাসে এবং ল্যাবরেটরিতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা।
আরও পড়ুন:

পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

হোয়াটস অ্যাপেও কল রেকর্ডিংয়ের সুবিধা! নতুন বছরে মিলবে একগুচ্ছে আকর্ষণীয় ফিচার, কী কী দেখে নিন একঝলকে

স্কুল চত্বরে মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধানশিক্ষকের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, মোবাইল ফোন ব্যবহার করতে হবে স্কুলের একটি নির্দিষ্ট জায়গায়। সেখানে যেন ছাত্রছাত্রীদের পড়াশুনোর কোনও বিষয় থাকবে না। মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও। পাশাপাশি ওই নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ছাত্রছাত্রীরা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না।

Skip to content