সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ১০ জুন ঘোষিত হবে। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে। শুক্রবার ১০ জুন, বেলা ১১টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এদিনই মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথ্য অনুযায়ী, এবার ৮ লক্ষের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছেন। পড়ুয়ারা বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমেও নম্বর জানতে পারবেন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে।

Skip to content