শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশিত হবে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মাধ্যমিক পরীক্ষার পুনর্মূল্যায়নের (রিভিউ) ফল কবে প্রকাশিত হবে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মঙ্গলবার সকালেই ইন্টারনেটে পুনর্মূল্যায়নের (রিভিউ) ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল জানার জন্য এই বিজ্ঞপ্তিতে তিনটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা ওই তিনটি লিঙ্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে ক্লিক করলে নতুন ফলাফল দেখতে পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) ও পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির (পিপিএস) জন্য আবেদনকারীরা যে আবেদন করেছিলেন তার ফলাফল প্রকাশিত হবে। গত মাসের ১৭ তারিখ ছিল রিভিউয়ের আবেদন জমা দেওয়ার শেষদিন। ছ’সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শুধু ইন্টারনেট নয়, নিজেদের স্কুল থেকেও নতুন ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। সে কারণে পর্ষদের বিশেষ শিবির থেকে ২৬ জুলাই রেজাল্ট নিতে হবে তাই স্কুলগুলিকে।
এবার পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। যে সব পড়ুয়ারা ফলাফলে সন্তুষ্ট ছিলেন না, তাঁদের পুনর্মূল্যায়নের (রিভিউ) আবেদনের সুযোগ দিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার সেই পুনর্মূল্যায়নের (রিভিউ) ফলাফল প্রকাশিত হবে।

Skip to content