শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আবার প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের সিলেবাস বদলানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নতুন স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক করেন। আপাতত যে সিলেবাসটি চালু রয়েছে, সেটি সম্পর্কে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মতামত জানতে সমীক্ষা চালানো হবে বাংলার ১৩০০টি স্কুলে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য: নতুন সিলেবাস নিয়ে কমিটির মেন্টররা শুধু নিজেদের সদস্যদের সঙ্গে নয়, একাধিক জেলার স্কুলের শিক্ষকদের সঙ্গেও বিষয়টি নিয়ে বিস্তারিতে আলোচনা করুন। সিলেবাস কমিটি চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, আবার ২ জুন বৈঠকে বসবে কমিটি। গরমের ছুটি শেষে হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে সমীক্ষার কাজ শুরু করা যায় তার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস ধরে সমীক্ষার প্রশ্নপত্র তৈরির করে ফেলা হবে।
সম্প্রতি শিক্ষা দপ্তর স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটিকে নতুন করে সাজিয়েছে। বিষয় অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একজন করে অধ্যাপককে মেন্টর করা হয়েছে। মেম্বার সেক্রেটারি করা হয়েছে শিক্ষামন্ত্রীর ওএসডি-কে। এই স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটিতে মোট ৯ জন মেন্টর আছেন। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসের খুঁটিনাটি দেখাশোনা করাই এই কমিটির মূল কাজ।
অন্যদিকে, শুক্রবারই কেন্দ্রের বিকল্প রাজ্যের শিক্ষানীতি তৈরির ব্যাপারেও একটি বৈঠক হয়। এর জন্য ১০ সদস্যের একটি কমিটির রয়েছে। কমিটির প্রধান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সিলেবাস মোট ৬০ বই রয়েছে। কমিটির প্রধানকে সব বই কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে।

Skip to content