শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

এবছর সরকারি বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়বে ২৪ মে থেকে। গরমের ছুটির পর সরকারি এবং সরকারি পোষিত স্কুলের প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নীল সাদা পোশাক তুলে দেয়া হবে। পোশাকের রং বদল নিয়ে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে। কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীকে এই পোষাক তৈরির দায়িত্ব দেয়া হয়েছে। এরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে অর্থাৎ ২৭ এপ্রিলের পর স্কুলে এসে বাচ্চাদের মাপ নেবে। যদিও পোশাক পেতে পেতে গরমের ছুটির পেরিয়ে যাবে বলেই মনে করছেন অধিকাংশ প্রধান শিক্ষক। শিক্ষা দপ্তরের থেকে জানানো হয়েছে, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছেলেদের জন্য একটি করে হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট এবং হাফ প্যান্ট দেওয়া হবে। জামার রং হবে সাদা এবং প্যান্টর রং হবে নেভি ব্লু। মেয়েদের ক্ষেত্রে টিউনিক ও স্কার্ট, সালোয়ার কামিজ এবং ওড়না দেওয়া হবে। তাদের পোশাকের ক্ষেত্রেও রং থাকছে সাদা ও নেভি ব্লু।

Skip to content