শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আগামী ৩ জুন শুক্রবার। এদিন সকাল ন’টার ফল প্রকাশিত হবে। সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানা যাবে ফল। তবে এবার মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদ-সহ আরও ১৪টি ওয়েবসাইটের মাধ্যমে। এবছর পরীক্ষা হয়েছিল গত ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র, আর ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ ছাত্রী। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে।

Skip to content