শনিবার ৫ অক্টোবর, ২০২৪


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা বাড়ল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, একাদশ শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সর্বাধিক ৪০০ জন পড়ুয়াকে স্কুল ভর্তি নিতে পারবে। আগে ভর্তি নেওয়া যেত ২৭৫ জনকে। অর্থাৎ এবার স্কুল প্রতি ২৭৫টি করে আসন বাড়িয়ে মোট ৪০০টি করা হল।
শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পড়ুয়া এবার মাধ্যমিক পাশ করেছে। বিগত বছরগুলির তুলনায় এবার পাশের হার বেশি হওয়ায় উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির সংখ্যাও স্বাভাবিকভাবে বাড়বে। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণির আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

Skip to content