বুধবার ২২ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে রাজ্যের সব কলেজে। ইতিমধ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদনও মিলেছে। বৃহস্পতিবার উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে পড়ুয়ারা এবার থেকে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন কলেজে। এ বছরই কেন্দ্রীয় ভাবে স্নাতক স্তরে অনলাইন ভর্তির প্রক্রিয়া চালু করতে চায় রাজ্য সরকার। এর জন্য একটি পোর্টালও তৈরি করা হবে। পড়ুয়ারা এই পোর্টালের মাধ্যমেই পছন্দের কলেজে ভর্তির আবেদন করবেন খুব সহজেই। রাজ্যের এই সিদ্ধান্তে উপাচার্যরাও সহমত পোষণ করেছেন। স্বচ্ছতার জন্যই অনলাইন পদ্ধতি চালু করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। এই পদ্ধতি বর্ধমান বিশ্ববিদ্যালয় আগে চালু করেছিল। একই প্রক্রিয়ায় এ বার রাজ্য জুড়ে স্নাতক স্তরে ভর্তি হবে। কোনও পড়ুয়াকে আর কলেজে ফর্ম নিতে বা জমা দিতে আসতে হবে না।

Skip to content