বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


রাজ্যপাল জগদীপ ধনখড় নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার প্রস্তাবে অনুমোদন দল রাজ্য মন্ত্রিসভা। সরকার খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিল আনবে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পশ্চিমবঙ্গের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে সরকার বিল আনবে বিধানসভায়। আইনি প্রক্রিয়াও দ্রুত শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি এও বলেন, রাজ্যপাল সব বিষয়েই সরকারের বিরোধিতা করেন, পাওয়া যায় না সহযোগিতা। দরকারি বিলে সই করা হোক বা শিক্ষাক্ষেত্রে যে কোনও সিদ্ধান্ত নেওয়ায় ক্ষেত্রে অসৌজন্য ও অসহযোগিতা দেখান। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। সে কারণে দ্রুত এই আইনি প্রক্রিয়া কার্যকর করা হবে।
দক্ষিণ ভারতের অনেক রাজ্য়েও এই মর্মে আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। কেরল এবং তামিলনাড়়ুর প্রশাসনও আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার পক্ষে।

Skip to content