বুধবার ১৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ নেট পরীক্ষার ২০২১-এর ডিসেম্বর ও ২০২২-এর জুন সার্কলের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়াল। এ প্রসঙ্গে ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন, আগামী ৩০ মে পর্যন্ত অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়া যাবে। সেই সঙ্গে নতুন আবেদনের পাশাপাশি ইউজিসি-র ওয়েবসাইট www.ugcnet.nta.ac.in-এ লগ ইন করে আবেদনপত্রে প্রয়োজনীয় পরিবর্তনও করতে পারবেন আবেদনকারীরা। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে আবেদন প্রক্রিয়ার কাজ সম্পূর্ণভাবে মিটলে। এবার সকাল ৯টা-দুপুর ১২টা এবং বিকাল ৩টে-সন্ধ্যা ৬টা, এই দুটি পর্যায়ে নেট পরীক্ষা হবে। সুত্রের খবর, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তথা সিবিটি মোডে পরীক্ষা হতে পারে।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content