শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

অপেক্ষার অবসান! ডিসেম্বর ২০২২-এর ইউজিসি নেটের ফলাফল ১৩ এপ্রিল, বৃহস্পতিবারই প্রকাশিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রেজাল্ট প্রকাশ করবে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)-এর সভাপতি এম জগদেশ কুমার নিজের টুইটার হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন। নির্ধারিত ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
এ বার মোট ৮,৩৪, ৫৩৭ জন পরীক্ষার্থী ইউজিসি নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) দিয়েছিলেন ডিসেম্বর ২০২২ সেশনের জন্য। গত ২১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পরীক্ষা হয়েছিল। কম্পিউটার ভিত্তিক ৮৩টি বিষয়ের পরীক্ষা হয়েছিল মোট ৫টি পর্যায়ে। গত ৬ এপ্রিল পরীক্ষার চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করা হয়েছিল। এনটিএ ওই ‘আনসার কি’-র ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল প্রস্তুত করেছে।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: গরমে রক্ষাকবচ ‘টম্যাটো’

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: হার্ট অ্যাটাক বা স্ট্রোকে বিগড়ে যায় কিডনি, মস্তিষ্ক, হৃদপিণ্ড, বিশ্বকে অবাক করে অসাধ্যসাধন করে দেখাচ্ছেন গবেষকরা

পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি বৃহস্পতিবারই এনটিএ কৃতকার্যদের জন্য ই-সার্টিফিকেট এবং ‘জুনিয়র রিসার্চ ফেলশিপ’-এর পুরস্কারপত্রও প্রকাশ করবে। রেজাল্ট দেখতে হলে পরীক্ষার্থীদের ইউজিসি নেটের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in এ গিয়ে হোমপেজে ‘রেজাল্ট লিঙ্ক’ এ ক্লিক করতে হবে। তার পর সেখানে রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিলেই তবেই পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন।

Skip to content