শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সেরার পুরস্কার পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট টিএইচই-এর র‌্যাঙ্কিং অনুযায়ী সারা দেশের মধ্যে প্রথম হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই স্বীকৃতি মিলেছে মূলত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং প্রসারের জন্য। সম্প্রতি সব রাজ্য ও কেন্দ্রীয় সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম সবার আগে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই স্বীকৃতি লাভের পর সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।

Skip to content