রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

শুরু হয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম থেকেই স্বচ্ছতায় জোর দিল। ভবিষ্যতের শিক্ষক-শিক্ষিকাদের ইন্টারভিউয়ের টেবিলের মাথায় ক্যামেরা লাগিয়ে শুরু হয়েছে নিয়োগ পর্ব।
হাই কোর্টের নির্দেশ মেনে পর্ষদ ডিসেম্বর মাসে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইন্টারভিউ পর্ব। প্রথম ধাপে কলকাতা জেলার টেট পরীক্ষার্থীদের ইন্টারভিউ হবে, এর পরে অন্য জেলার প্রার্থীদের নিয়োগের ইন্টারভিউ নেওয়া হবে। প্রথম ধাপের প্রথম দিন ছিল সোমবার। পর্ষদের দফতরে টেট উত্তীর্ণদের সকাল ১০টার সময় ডাকা হয়। ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট শুরু সকাল ১১টা থেকে। মোট পাঁচটি টেবিলে চলছে ইন্টারভিউ পর্ব। প্রতি টেবিলে রয়েছেন তিনজন করে বিশেষজ্ঞ। সবকটি টেবিলের মাথায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
আরও পড়ুন:

হাড়হিম ঠান্ডায় কাহিল উত্তর ভারত, ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা

কোভিড ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ‘দ্বিতীয় বুস্টার ডোজ’ অনুমোদনের আবেদন বিশেষজ্ঞ চিকিৎসকদের

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নির্দেশে এই পরীক্ষার্থীরা ২০১২, ২০১৪ এবং ২০১৭-র বিজ্ঞপ্তি দেওয়ার পর ফের রেজিস্ট্রেশনের সুযোগ পান। পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার জানান, ‘‘রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে বদ্ধপরিকর। তাই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা ও ইন্টারভিউয়ের পাশাপাশি প্রার্থীদের তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে।’’

জাঁকিয়ে শীত পড়ার আগেই গালভর্তি ব্রণ? চিন্তা নেই, হাতের কাছেই রয়েছে সহজ সমাধান

ইংলিশ টিংলিশ: সহজে শিখে নাও Adjective-এর Degree Change কাকে বলে

তিনি এও জানিয়েছেন, প্রার্থীদের পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি দেখে তাঁদের ভেরিফায়েড স্লিপ দেওয়া হচ্ছে। স্লিপে লেখা থাকছে কোন টেবিলে তাঁর ইন্টারভিউ পর্ব চলবে। পরীক্ষার্থী হাতে সেই স্লিপ থাকবে। ২০০ জন পরীক্ষার্থীকে ১০০ জন করে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ১০০ জনের ইন্টারভিউ হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা, আর বাকি ১০০ জনের ইন্টারভিউ চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।
ডেপুটি সেক্রেটারির কথায়, ‘‘মোট ১০ নম্বরের পরীক্ষা। ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউট টেস্ট মিলিয়ে ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকছে। ইন্টারভিউ হবে পাঁচটা টেবিলে। পুরো ব্যাপারটি ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে আপোস করা হচ্ছে না।’’

Skip to content