শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রাইমারি টেটের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা (টেট) হবে। মোট ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা হবে। পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন, পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে।
ডিসেম্বরের টেটের জন্য পোর্টাল চালু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মাধ্যমেই দিতে আবেদন করতে হবে পরীক্ষার্থীদের। অনলাইনেই রেজিস্ট্রেশন শুরু হবে। জানা যাচ্ছে, পুজোর ছুটির পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ, লক্ষ্মীপুজোর পর এবং কালীপুজোর আগে শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন। পোর্টাল কবে থেকে খুলবে, তার নোটিফিকেশন আগেই দেওয়া হবে।
পোর্টাল যে দিন খুলবে, সে দিন থেকেই চাকরিপ্রার্থীরা পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। পর্ষদ সভাপতি এও জানিয়েছেন, ২০২২ সালের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে পুজোর আগেই। ২০২২-এর টেট যে ১১ ডিসেম্বর হওয়ার কথা, তার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। পোর্টালের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আপাতত ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে। তবে কবে ফল প্রকাশিত হবে, তা এখনও জানায়নি পর্ষদ। পুজোর আগেই পর্ষদের এই ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন:

প্রাথমিকে ৩৯২৯টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের, পুজোর আগে নিয়োগ করতে হবে আরও ৬৫ জনকে

জিম-ট্রিম: বাইসেপ মাসল এবং ওয়ার্কআউট নিয়ে খুঁটিনাটি তথ্য চাই? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

এদিন সাংবাদিক বৈঠকে পর্ষদের সভাপতি পদের দায়িত্বে থাকা গৌতম পাল আশ্বাস দিয়েছেন, এবার থেকে প্রতি বছর টেট হবে। সেই অনুযায়ী ১১ ডিসেম্বর পরীক্ষার আয়োজন করা হল। গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি একটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌতম পাল। বৈঠকে এও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে।
এ নিয়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, টেট পরীক্ষা নিতে হবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই। যদিও শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের সেই নির্দেশ মানতে পারছে না বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হবে। সেইমতো সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই টেট পরীক্ষা হবে। তবে শিক্ষামন্ত্রী দিন ঘোষণা করেননি। অবশেষে সোমবার বিকেলেই তারিখ ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Skip to content