শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


টেট চাকরিপ্রার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাওয়ের জন্য উল্টোডাঙা থেকে একটি মিছিল শুরু করে। কিন্তু বিকাশ ভবনের দিকে রওনা হওয়ার পর সল্টলেকে ঢোকার মুখেই তাঁদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পুলিশ চলে আসে। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে ধ্বস্তাধ্বস্তি হয়। টেট চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত বিকাশ ভবন পর্যন্ত পৌঁছতে পারেননি।
বুধবার এক ভিডিয়ো ক্লিপে দেখা যায়, পুলিশ বিক্ষোভরত টেট পরীক্ষার্থীদের আটকানোর চেষ্টা করছে। বিক্ষোভকারীদের জোর করে একটি বাসে দেওয়া হয়। যদিও চাকরিরপ্রার্থীরা বাসের ভিতর থেকেও অভিযোগের কথা জানাতে থাকেন।
বিক্ষোভকারীদের বক্তব্য, ‘আমাদের মূল দাবি, অবিলম্বে নিয়োগ করতে হবে। ২০১৯ সাল পরীক্ষা দিয়ে এখনও নিয়োগের অপেক্ষা করতে হচ্ছে। তিন তিনটে বছর কেটে গেলেও এখনও নিয়োগ হয়নি।’ তাঁদের আরও বক্তব্য, আলোচনার অনুরোধ সত্ত্বেও তা সফল না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে পথে নেমেছেন।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসিতে শিক্ষক নিয়োগ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বৈঠকে নিয়োগের ব্যাপারে আন্দোলনকারীদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন অভিষেক।
যদিও ওই বৈঠক চলাকালীনই অভিষেকের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এসএসসি আন্দোলনকারীদের নিয়োগে সাহায্যের আশ্বাস দিয়েছেন, একই ভাবে টেটের চাকরিপ্রার্থীদের সঙ্গেও তিনি যেন বৈঠক করুন। চাকরি দেওয়ার ব্যাপারে উদ্যোগী হোন।

Skip to content