বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত তৃণমূল বিধায়ক ড. মানিক ভট্টাচার্য। কলকাতা হাই কোর্ট তাঁকে দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সরানোর নির্দেশ দিয়েছে। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. মানিক ভট্টাচার্যকে তাঁর পদ থেকে অবিলম্বে সরাতে হবে। তবে তাঁর জায়গায় কে আসবেন তা সংশ্লিষ্ট দফতর সিদ্ধান্ত নেবে। নতুন কেউ যোগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি। উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক-নিয়োগে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ ছিল। মঙ্গলবার দুপুর দু’টোর মধ্যে মানিককে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। আদালতে টেট দুর্নীতি সংক্রান্ত বিচারপতির কিছু প্রশ্নের জবাব দিতে হবে তাঁকে। এদিকে, আদালত ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু নথি পেশ করতে বলেছিল। এ প্রসঙ্গে আদালতের বক্তব্য, সেই সব নথি পেশ না করে পর্ষদ আদালতকে ভুল পথে পরিচালত করেছে। এর দায় মানিক ভট্টাচার্যের। বিচারপতি বলেন, আজকে ২৭৮৭ জন আবেদনকারীদের মধ্যে এক জনেরও নম্বর পুণর্মূল্যায়নের জন্য দাখিল করা আবেদনপত্র পেশ করা হয়নি আদালতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই আচরণ কোনও ভাবেই গ্রহনযোগ্য নয়।

Skip to content