বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং শ্রী শিক্ষায়তন কলেজে স্নাতক স্তরে পড়ুয়ারা ভর্তির আবেদন করতে গিয়ে দেখছেন, শুধু ২০২২ সালে যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন।
সাধারণত স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে চলতি বছরে যাঁরা পাশ করেন, তাঁদের সঙ্গে আগের বছর পাশ করা পড়ুয়ারাও আবেদন করতে পারেন। কিন্তু প্রেসিডেন্সি এবং শ্রী শিক্ষায়তনের ভর্তির পোর্টালে ২০২১-এ পাশ করা পড়ুয়াদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলেই পড়ুয়ারা অভিযোগ জানিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যে হেতু গত বছর করোনার কারণে উচ্চ মাধ্যমিক, আইএসসি বা সিবিএসসি দ্বাদশ— কোনও পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি এবং আগের পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল, তাই ওই পড়ুয়াদের এ বছর ভর্তি নেওয়া হবে না।
প্রসঙ্গত, ২০২১ সালে সিবিএসই, আইএসসি কোনও পরীক্ষাই না হওয়ায় সেই বছরের পরীক্ষার্থীদের বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছিল। উচ্চ মাধ্যমিকও হয়নি ওই বছর। মাধ্যমিক ও একাদশের নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছিল।
তবে ছাত্র সংসদের পক্ষে দেবনীল পালের বক্তব্য, ‘আমাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করা সত্ত্বেও কর্তৃপক্ষ তা মানতে রাজি হননি।’ কিন্তু গত বছর পরীক্ষা না দিয়ে পাশ করা পড়ুয়াদের অবশ্য ভর্তি নেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ এ বছর যুক্তি দেখিয়েছেন, গত বছরের পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ এবং এ বছরের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ— দুই ধরনের পড়ুয়াদের ক্ষেত্রে ফলের ফারাক অনেকটাই হয়ে যাবে। এই বছরের উত্তীর্ণদের সে ক্ষেত্রে বঞ্চিত হওয়ার আশঙ্কাও থেকেই যায়। তাই ২০২২-এ ওই পড়ুয়াদের ভর্তির আর সুযোগ দেওয়া হচ্ছে না। তবে আগামী বছর থেকে আবারও পূর্ববর্তী বছরের পরীক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে।
তবে শ্রী শিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্যের বক্তব্য, ‘এমনটা হওয়ার কথা নয়। আমরা কলেজ কর্তৃপক্ষর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি।’

Skip to content