শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

স্কুলে ভূত দর্শন! হ্যাঁ, এ রকমই একটি ঘটিনা ঘটেছে সিউড়ির কাঁকড়তলার বাবুইজোড় প্রাথমিক বিদ্যালয়ে। তৃতীয় শ্রেণির ছাত্রী রিমি মণ্ডল স্কুলে ভূত দেখে বাড়ি ফিরে তীব্র আতঙ্কে ভয়ে প্রাণ হারিয়েছে। ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাটি কীভাবে ঘটল তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবারের। চতুর্থ শ্রেণির ছাত্রীরা মিড ডে মিলের থালা রাখতে গিয়ে সেখানে ভূত দেখেছে বলে জানায়। মুহূর্তে সিউড়ির কাঁকড়তলার বাবুইজোড় প্রাথমিক বিদ্যালয়ে ভূতের আতঙ্কে ছড়িয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক সব্যসাচী ঘোষের কথায়, ”আমরা পড়ুয়াদের জানিয়েছি, ভৌতিক কোনও কিছুই নয়।” যদিও এতে সমস্যার সমাধান হয়নি। ভূতের ভয়ে গত দু’দিন ধরে স্কুল পড়ুয়ারা আসছে না। শনিবার স্কুলের তিনশো জন পড়ুয়ার মধ্যে মাত্র ২৫ জন উপস্থিত ছিল!
পড়ুয়াদের কাউ কেউ জানায়, কোনও একটি ছায়া তাদের ধরার চেষ্টা করছে। এমনকি, দুজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে বলা খবর। এর মধ্যে শুক্রবার তৃতীয় শ্রেণির ছাত্রী রিমি মণ্ডল স্কুলে বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে রিমিকে রাতেই সিউড়ি সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ভোর রাতে রিমির মৃত্যু হয়।
আরও পড়ুন:

হাওড়ায় ঘাটের কাছে পড়ে চটি-স্কুটার, গঙ্গায় পাওয়া গেল চিকিৎসকের দেহ, খোঁজ মিলছে মৃতের না বন্ধুর, ঘনাচ্ছে রহস্য

দেবীপক্ষের প্রাককালে তিনিই তো দুর্গা…

এ প্রসঙ্গে রিমির মা দিয়া মণ্ডল জানান, ”রিমি ভূত দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তার পরই ও অসুস্থ হয়ে পড়ে। আমরাও ভয় পেয়ে যাই। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরও মেয়েটাকে বাঁচাতে পারলাম না।” হাসপাতাল সূত্রে খবর, রিমির মৃগীর সমস্যা ছিল। শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানান, ”সোমবার বিজ্ঞান মঞ্চের সদস্যরা স্কুলে যাবেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।”

Skip to content