এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়েছিল শুক্রবারই। তাঁদের মধ্যে কথা ছিল শনিবার মুখোমুখি আলোচনা হবে। শনিবার বিকেল নাগাদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল এসএসসি আন্দোলনকারীদের আটজন প্রতিনিধিকে নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন। আলোচনা চলে প্রায় ঘণ্টাখানেক। বৈঠকে খুশি এসএসসি আন্দোলনকারীরা।
এসএসসি আন্দোলনের অন্যতম সদস্য শহিদুল্লা জানানে, অভিষেক ২০১৬ সালে এসএসসি মেধাতালিকায় থাকা সবাইকে নিয়োগের আশ্বাস দিয়েছেন। তিনি এও বলেন, ‘স্যর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ভীষণ মানবিক। আলোচনা ইতিবাচক হয়েছে। উনি একশো শতাংশ চেষ্টা করবেন যাতে ২০১৬ সালে এসএসসি-র মেধাতালিকায় থাকা সবাই চাকরি পান। কেউ যেন বঞ্চিত না হন।’
এদিকে, এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আগামী ৮ আগস্ট বিকাশ ভবনে বৈঠক করবেন। এসএসসি চেয়ারম্যানেরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। আন্দোলন চালু থাকবে কিনা, এ প্রসঙ্গে শহিদুল্লা বলেন, আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আগামী ৮ আগস্ট বিকাশ ভবনে বৈঠক করবেন। এসএসসি চেয়ারম্যানেরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। আন্দোলন চালু থাকবে কিনা, এ প্রসঙ্গে শহিদুল্লা বলেন, আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।