একের পর এক আইনি ধাক্কা। হাই কোর্টের নতুন বেঞ্চও নির্দেশ দিল বেআইনি নিয়োগ বাতিলের। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে উঠেছিল নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলা। শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, মেধাতালিকায় ২০০-র মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি, অথচ ২৭৫ নম্বরে থাকা সিদ্দিক গাজির চাকরি পেয়েছেন। এরপর মধ্যশিক্ষা পর্ষদকে বিচারপতি নির্দেশ দেন, অঙ্কের শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিল করতে হবে। রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার মতো একরকম পরিস্থিতি হতে চলেছে কর্মরত অঙ্কের শিক্ষক সিদ্দিক গাজি-র! যদিও কত দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। বুধবার ফের এই মামলার শুনানি হবে। এসএসসির কাছ নথিপত্র চাওয়া হয়েছে। খতিয়ে দেখে পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা।