শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলে এক ছাত্রীর আচমকা মৃত্যু হয়েছে। বয়েস ১৪ বছর। স্কুলের প্রার্থনা হলে ওই ছাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়ে বলে জানা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
ওই ছাত্রী এলগিন রোডের একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলের পড়ুয়া। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সে স্কুলে গিয়েছিল। প্রার্থনা চলছিল সকাল ৯টা নাগাদ। আচমকা শোনা যায়, ওই পড়ুয়া প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষ তাকে দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই পড়ুয়ার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১: সুন্দরবনের শেকড়ের খোঁজে

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: ফুসফুসের ক্যানসারের প্রাথমিক সনাক্তকরণের জন্য শ্বাস বায়োপসি পরীক্ষার নতুন দিশা

এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পুরো বিষয়টি পুলিশকেও জানান কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অনুমান করা হচ্ছে, ওই পড়ুয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্টের জন্যই তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

Skip to content