ছবি: প্রতীকী।
অবশেষে গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে বাংলায় স্কুল খুলছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল খুলছে আগামী ৫ জুন থেকে। ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রাজ্য সরকার। গত ২ মে থেকে গরমের ছুটি পড়েছিল সরকারি স্কুলে।
গরমের ছুটি শুরু হয়েছিল গত ২ মে থেকে। পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ জুন স্কুলে গরমের ছুটি শেষ হওয়ার কথা। তবে ৫ জুন থেকে স্কুল চালু হবে কি না, তা নিয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছিল। জানা গিয়েছে, দফতরে পর্ষদ থেকে চিঠি গিয়েছে। এর পরেই বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী ৫ জুন থেকে স্কুল খুলবে।
আরও পড়ুন:
বিধানে বেদ-আয়ুর্বেদ: ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আতঙ্কিত হবেন না, ভরসা রাখুন আয়ুর্বেদে
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?
সরকারি স্কুলগুলিতে ২৪ মে থেকে ছুটি পড়ার কথা ছিল। তবে প্রচণ্ড গরমের জন্যে গরমের ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। এবার গত ২ মে ছুটি পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটির কথা ঘোষণা করেছিলেন। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, স্কুল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।