শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


রাজ্য সরকার প্রাচীন ভাষা সংস্কৃতকে বিশেষ গুরুত্ব দিয়ে টোলগুলিকে বিশ্ববিদ্যালয়ের অধীনে আনতে চাইছে। এ প্রসঙ্গে মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার সংস্কৃত ভাষার প্রসারে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে টোলগুলিকে নিয়ে আসার কথা ভাবছে। তিনি এও জানান, সংস্কৃত কলেজ–বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে উঠছে নবদ্বীপে। এর অধীনেই কোচবিহার–সহ বাংলার অন্যান্য টোলগুলিকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে। এদিকে, বন্ধ হয়ে যাওয়া কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ সংস্কৃত মহাবিদ্যালয়কে আবার চালু করার আবেদন জানিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে।

Skip to content