রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। গরদিঘি বিধানসভায় উপনির্বাচনের জেরে পরীক্ষার দিন বদল করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ বুধবার। মধ্যশিক্ষা পর্ষদ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।
বোর্ড জানিয়েছে, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার স্থান এবং কাল অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাকি পরীক্ষার দিনগুলিতে কোনও পরিবর্তন হয়নি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণার পরে জানা যায় ওই দিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা রয়েছে।
আরও পড়ুন:

পছন্দের ফেস প্যাক কয়েক মাসেই নষ্ট হয়ে গেল? কী ভাবে রাখলে তার আয়ু বাড়বে?

এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগে জানিয়েছিলেন, ‘‘সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে, শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’’ এর পরই পর্ষদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা গত ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন। তিনি টানা তিন বার ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন।

Skip to content