বুধবার ২২ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

প্রাথমিক শিক্ষা পর্ষদ অনলাইনে চাকরির আবেদন নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাঁরা চাকরির জন্য আবেদন করছেন, তাঁদের আবেদনের টাকা জমা দেওয়া নিয়ে আলাদা করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে অনলাইনে চাকরির আবেদন করার সময় অনেকেই টাকা জমা দেওয়ার সময় সমস্যায় পড়েছেন। বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে পর্ষদের কাছে। এরপর সেই সব আবেদনকারীর কথা ভেবে সমস্যার সমাধানে কর্তৃপক্ষ সোমবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে।
আরও পড়ুন:

পিঁয়াজের খোসা ফেলে দেন? নষ্ট না করে কাজে লাগান এভাবে

ছোটপর্দায় ‘ত্রিনয়নী’র পর ফের একসঙ্গে গৌরব-শ্রুতি, দেখুন ‘রাঙাবউ’-এর ঝলক

সেই বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, অনলাইনে যে সব আবেদনকারী অনলাইনে টাকা জমা দিতে পারেননি, তাঁরা মঙ্গলবার ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। আবেদনকারীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত অনলাইনে চাকরির আবেদনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে পারবেন।

কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ, কম্পনের তীব্রতা ৭.০, আগাম সতর্কতায় রক্ষা বহু প্রাণ

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!

এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে ‘অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট ২০২২’ অপশনটিতে ক্লিক করতে হবে। এর পর ‘সাবমিট অ্যান্ড পে’ অপশনে ক্লিক করলে টাকা জমা হয়ে যাবে। চাকরিপ্রার্থীরা মঙ্গলবার সারা দিন এ ভাবে অনলাইনে চাকরির আবেদনের টাকা জমা দিতে পারবেন।

Skip to content