রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীকে ঘেরাও করেন। পুলিশ ঘটনাস্থলে উপাচার্য ছাড়াতে এলে তিনি তাঁদের ফিরিয়ে দেন। কারণ তিনি কোনওভাবেই ছাত্রছাত্রীদের ওপর বলপ্রয়োগ চান না বলে জানিয়েছেন। উপাচার্য এও বলেন, ছাত্রছাত্রীরা যদি ঘেরাও না তোলেন তাহলে তিনি এভাবেই থাকবেন। পাশাপাশি ঘেরাওয়ের জন্য অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদলাচ্ছে না, ছাত্রছাত্রীদের সব পরীক্ষাই অফলাইনে দিতে হবে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার একদল পড়ুয়া উপাচার্যের ঘরের সামনে বসে পড়ে ঘোষণা করেন তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা উপাচার্যকে ঘেরাও করে রাখবেন। এসবের মধ্যে একদল পড়ুয়া হঠাৎ করে উপাচার্যর বন্ধ দরজায় লাথি মেরে খোলার চেষ্টা করে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল সোমবার অফলাইনে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর জানিয়ে দেওয়া হয়, দূরশিক্ষা এবং যেসব ছাত্রছাত্রী প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করেন তাঁদের সবাইকেই পরীক্ষা দিতে হবে অফলাইনে।

Skip to content