শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

শনিবার মধ্যরাতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে। প্রায় ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল করেন তিনি। ভিডিয়ো ভাইরাল হতেই সর্বত্র হইচই পড়ে যায়। লজ্জায় অপমানে আট ছাত্রী আত্মহত্যা চেষ্টা করলেন হস্টেলে।
ওই আট ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্জাবের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিয়ো তৈরি করেছিলেন এবং আর এক জন যিনি ওই ভিডিয়ো তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দু’জনেই হিমাচলপ্রদেশের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিয়ো তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

ডায়েট টিপস: বাতের ব্যথায় ভুগছেন? ব্যথা নিয়ন্ত্রণে কী খাবেন, কী খাবেন না জেনে নিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত একটি ভিডিয়োকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রায় ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেন। সেই ভিডিয়ো আর এক ছাত্রী তাঁর এক বন্ধুকে পাঠান। ওই বন্ধু আবার ভিডিয়োটি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। তার পর শনিবার রাত আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরে হইচই শুরু হয়ে যায়। এর ফলে আট জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজনা বাড়তে থাকে। কয়েক জন পুলিশের গাড়িতে ভাঙচুর চালান।
রবিবার সকালে পঞ্জাব সরকার এই ঘটনায় পুলিশকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্য দিকে, হাসপাতালে ভর্তি এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁর পরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


Skip to content