রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বৈঠকে বসেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট সংক্রান্ত মামলাকারীদের আইনজীবীরা। হাই কোর্টের নির্দেশ মেনে, টেটের চাকরি যাঁরা দিয়েছিলেন এবং সেই সব চাকরি বেআইনি বলে যাঁরা অভিযোগ এনেছেন তাঁরা বৈঠকে বসছেন। দু’ পক্ষ হিসাব মিলিয়ে দেখবেন প্রাথমিকে নিয়োগের সময়ে ঠিক কত জন বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন। বৈঠক শুরু হয়েছে সোমবার বিকেল ৪টে থেকে।
আরও পড়ুন:

আবার দেশের একাধিক রাজ্যে হতে পারে বর্ষণ, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

নারী নয়, পুরুষদের জন্যই তৈরি হয়েছিল ফ্যাশনেবল হাই হিল জুতো! জানতেন?

এমনও অভিযোগ ওঠে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ১০ ঘনিষ্ঠকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়। এই অভিযোগ নিয়েও বৈঠকে আলোকপাত হতে পারে বলে খবর। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই এই বৈঠকের নির্দেশ দিয়েছিলেন। চাকরিপ্রার্থীদে আশা, এই বৈঠক থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসবে।

Skip to content