শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালের টেট (প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষা) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করল। বুধবার ৩০ নভেম্বর রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে তারা। এই বছর টেট অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর, রবিবার। পরীক্ষার্থীরা http://wbbprimaryeducation.org অথবা www.wbbpe.org এই দু’টি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। ১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। এ বারের টেটে যে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকছে, তার মধ্যে অর্ধেক প্রশ্নই হবে কী ভাবে শিশুদের পড়াতে হবে, তার উপর ভিত্তি করেই প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং শিশু বিকাশ ও মনস্তত্ত্বের উপরে ৩০ নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে ১৫ নম্বর বিষয়ভিত্তিক। আর ১৫ নম্বরের প্রশ্ন আসবে শিশুদের পড়ানো কিভাবে উচিত তার ওপর থেকে। এই বছর প্রথম এই পদ্ধতিতে প্রশ্ন করা হবে।
আরও পড়ুন:

ডিসেম্বরের শুরুতেও উধাও শীতের আমেজ! পারদ ঊর্ধ্বমুখীই, কবে থেকে জমিয়ে ঠান্ডা?

প্রস্তুতি শুরু হয়েছে নবান্নে, নতুন বছরের জানুয়ারিতেই মিলবে কিছুটা ডিএ?

শেষ টেট হয়েছিল গত ২০২১ সালের ৩১ জানুয়ারি। ২০১৭ সালে ওই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লাখের মতো। এ বছরের টেটে সেই সংখ্যা সাত লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আগেই পর্ষদ জানিয়েছিল।
পর্ষদ এর আগের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, স্নাতকস্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলে টেটে বসতে পারবেন ইচ্ছুকরা। কেবল জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। রিজার্ভ ক্যাটেগরির পরীক্ষার্থীরাও বিএড কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হলে কেবল টেটে বসতে পারবেন। সেই সঙ্গে রিজার্ভ ক্যাটেগরির সেই চাকরিপ্রার্থীরা স্নাতকস্তরে যদি ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকেন, তাহলে এই পরীক্ষায় বসতে পারবেন।
আরও পড়ুন:

বড় খুশির খবর, ছুটি বাড়ানোর ঘোষণা নবান্নের, বড়দিনে টানা ৩ দিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের

কিম্ভূতকাণ্ড, পর্ব-১: পোড়া গাছের ডাল থেকে নেমে এল সে! ভাটার মতো সবজে চোখ, ধোঁয়াটে শরীর…

২০১০ সালের ২৩ অগস্টের আগে যাঁরা স্নাতক-সহ বিএড ডিগ্রি পেয়েছেন, তাঁরাই রিজার্ভ ক্যাটেগরিতে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ। তবে প্রাথমিকে চাকরির নিয়োগের বয়সের উর্ধ্বসীমা ৪০ থাকলেও এ বছর টেট পরীক্ষায় বসার জন্য কোনও বয়সসীমাও রাখা হয়নি।

Skip to content