ছবি প্রতীকী
প্রাথমিকে নিয়োগের প্রথম দফার পর দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রেজিস্ট্রেশনের সময় ইন্টারভিউয়ের জন্য যাঁরা জায়গা হিসাবে ‘কলকাতা’ বেছেছেন তাঁদের মধ্যে ২৮২ জনকে ডাকা হয়েছে। ইন্টারভিউ হবে আগামী ১০ জানুয়ারি।
প্রাথমিক শিক্ষা পর্ষদ এও জানিয়েছে, কখন, কোথায় ইন্টারভিউয়ের জন্য আসতে হবে, তা প্রত্যেক প্রার্থীকে মেল করে জানানো হবে। ‘কল লেটার’ ডাউনলোড করা যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকেও। প্রথম দফার মতো এ বারও ইন্টারভিউয়ের গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে। এমনকি, কোনও প্রার্থী ‘অযোগ্য’ হলে তাঁকে ইন্টারভিউয়ে বসতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
অ্যালো ভেরার গুণাগুণ তো সবারই জানা, কিন্তু কী ভাবে মাখলে বেশি উপকার পাবেন জানেন কি?
তিনিই সারস্বত সাধনার প্রতিরূপা সত্যিকারের দশভুজা
বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে প্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেটে উত্তীর্ণের নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, বিএড বা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, স্নাতক উত্তীর্ণের মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার বা আধার কার্ড এবং নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে থাকতে হবে।