শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ডিভিশন বেঞ্চেও ধাক্কা, রক্ষাকবচ পেলেন না মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পদ্ধতিগত ত্রুটি থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের করা মামলা ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে বলে আদালত জানিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের রায়ে স্থগিতাদেশ চেয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওঠে। কিন্তু ডিভিশন বেঞ্চ জানায়, পার্থ চট্টোপাধ্যায় মামলা দায়ের না করেই ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন। তাই এই মামলা তাঁদের পক্ষে শোনা সম্ভব নয়।
এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের বক্তব্য, ‘আদালতের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে মামলা দায়ের হয়নি। সেই নিয়ম মেনে মামলা ফাইল করতে হবে।’ ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। এক্ষেত্রে কেবল প্রধান বিচারপতির নির্দেশেই নির্দিষ্ট বেঞ্চে জরুরিকালীন শুনানি হতে পারে।

Skip to content