![](https://samayupdates.in/wp-content/uploads/2022/02/subhanjan-Santra-2.jpg)
শুভাঞ্জন সাঁতরা, নবম শ্রেণি, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/02/Sanchari-Ghosh_canvas22222-1.jpg)
সঞ্চারি ঘোষ, পঞ্চম শ্রেণি, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল
আজকের টিপস
এনভেলপ আঁকা
ছোট্ট বন্ধুরা তোমরা প্রথমে ড্রয়িং খাতার মাঝে ইংরেজি অ্যালফাবেট ‘M’ লিখে নাও। এরপর ‘M’- এর ওপর ও নীচে বাঁদিক থেকে ডানদিক পর্যন্ত দুটো দাগ দিয়ে দাও। এবার এনভেলপ কি দেখতে পাচ্ছ? এই এনভেলপ-এ হলুদ, কমলা বা তোমাদের পছন্দের রং করে নিলেই ব্যাস, এনভেলপ তৈরি।