রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


শুভাঞ্জন সাঁতরা, নবম শ্রেণি, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল

সঞ্চারি ঘোষ, পঞ্চম শ্রেণি, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল

আজকের টিপস


এনভেলপ আঁকা


ছোট্ট বন্ধুরা তোমরা প্রথমে ড্রয়িং খাতার মাঝে ইংরেজি অ্যালফাবেট ‘M’ লিখে নাও। এরপর ‘M’- এর ওপর ও নীচে বাঁদিক থেকে ডানদিক পর্যন্ত দুটো দাগ দিয়ে দাও। এবার এনভেলপ কি দেখতে পাচ্ছ? এই এনভেলপ-এ হলুদ, কমলা বা তোমাদের পছন্দের রং করে নিলেই ব্যাস, এনভেলপ তৈরি।

পরামর্শে : সৌরভ চক্রবর্তী, চিত্রশিল্পী


Skip to content