রবিবার ৬ অক্টোবর, ২০২৪


কলকাতা হাই কোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজির হতে বলল। এই নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। নির্দেশে এও বলা হয়েছে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই দফতরে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে তদন্তকারী এই সংস্থা। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই একক বেঞ্চই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঙ্গলবার রাত ৮টায় সময় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিকে, সিবিআই জানিয়েছে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আসার আগে বিকেল ৪টের মধ্যে সুপারিশ কমিটির পাঁচ সদস্যকে সিবিআই দফতরে যেতে হবে।
এদিকে, সিবিআই দফতরে হাজিরায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে যে আবেদন করেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর পরেশ অধিকারী তা শুনতেই চাইল না কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। শেষপর্যন্ত গ্রহণ করেনি এই বেঞ্চ। মন্ত্রী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর আবেদন নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্ত নেওয়ার কথা। প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে মূল অভিযোগ, নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীরর নাম অবৈধ ভাবে এসএসসির মেধা তালিকায় ঢোকানো।

Skip to content