শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ফের সিবিআইয়ের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম-দশমের পর এবার একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্ট মঙ্গলবারই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঙ্গলবার রাত ৮টায় সময় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আদালত মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে অনুরোধ করেছে, শিক্ষা প্রতিমন্ত্রীকে যেন তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও এ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, প্রতিমন্ত্রীকে সরানোর সুপারিশ আদালতের নির্দেশ নয়। এই সুপারিশ স্বচ্ছতার স্বার্থে, স্বচ্ছ ভবিষ্যতের স্বার্থে। সেই সঙ্গে সিবিআইকে বিচারপতির নির্দেশ, একদম গভীরে গিয়ে মামলার দুর্নীতি খুঁজে বের করে আনতে হবে।

Skip to content