ছবি: প্রতীকী।
একে একে শুরু হতে চলেছে পরীক্ষা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো কয়েকটি শনিবার ৪ জোড়া অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
মাধ্যমিকের পরে একে একে শুরু হবে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় হবে মেট্রো স্টেশনে। তাই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (ব্লু লাইন) রুটে কর্তৃপক্ষ অতিরিক্ত মেট্রো চালাবেন।
আরও পড়ুন:
ডায়েট ফটাফট: ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? কোন কোন খাবারে বশে থাকে এই সমস্যা? জেনে নিন কী খাবেন, কী নয়
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১: স্নানের আগে রোজ সর্ষের তেল মাখেন?
শীঘ্রই নাকি বাগদান পর্ব সারতে চলেছেন কৃতি-প্রভাস? উত্তরে কী বললেন কৃতি?
মূলত ৪টি শনিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অতিরিক্ত মেট্রো চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে দু’জোড়া মেট্রো চলবে। বাকি দু’জোড়া দুপুর ৩টে বিকেল ৫টার মধ্যে চলবে। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে শনিবার মোট ২৩৪টি মেট্রো চলাচল করে। আগামী কয়েকটা শনিবার তার সঙ্গে চলবে অতিরিক্ত ৮টি মেট্রো।
আরও পড়ুন:
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৮: মাতৃভাষায় লিঙ্গ বৈষম্য-বিরোধ জবানি
বায়ুদূষণে বাড়ছে বিপদ, দূষণের প্রভাব এড়াতে রোজ পাতে থাকুক এই চারটি জিনিস
রান্নায় লঙ্কার গুঁড়ো বেশি পড়ে গিয়েছে? ঘরোয়া উপায়ে কী ভাবে সামাল দেবেন? রইল টিপস
সকাল ৯টা ৫০ মিনিটে অতিরিক্ত মেট্রোর প্রথমটি ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। দ্বিতীয়টি সকাল ১১টা ৬ মিনিটে ছাড়বে। প্রথম অতিরিক্ত মেট্রোট কবি সুভাষ থেকে সকাল ১০টায় ছাড়বে। দ্বিতীয়টি ছাড়বে সকাল ১০টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে তৃতীয়টি ছাড়বে দুপুর ৩টে ৪ মিনিটে। বিকেল ৪টে ১৫ মিনিটে ছাড়বে চতুর্থ মেট্রো। কবি সুভাষ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে তৃতীয় মেট্রোটি ছাড়বে। আর চতুর্থতম মেট্রোটি ছাড়বে বিকেল ৪টে ১২ মিনিটে। বাকি মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।