রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

স্কুল খুলছে আগামী সোমবার থেকে। কিন্তু শিক্ষকদের জন্য স্কুল খুলতে তারও আগে। শুক্রবার শিক্ষা দফতর এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, শনিবার অর্থাৎ আগামীকাল ২৫ জুন থেকেই স্কুলে যোগ দিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। স্কুলের অশিক্ষক কর্মীদেরও ক্ষেত্রেও একই নিয়ম। এই নির্দেশিকা স্কুলশিক্ষা দফতর সব জেলার জেলাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি অর্থ সাহায্যপ্রাপ্ত স্কুল আগামী ২৭ জুন সোমবার থেকে খুলবে। স্কুল খোলা হবে কোভিড বিধি মেনেই। রবিবারের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ফেলতে বলেছে নবান্ন। স্কুলগুলিকে কড়া ভাবে কোভিড বিধি মেনে চলার কথাও বলেছে রাজ্য প্রশাসন। সেই সঙ্গে জেলা শাসককে বলা হয়েছে, জেলায় যে অতিরিক্তি জেলাশাসক শিক্ষা বিষয়ে দেখভাল করেন তাঁকে নোডাল অফিসার নিয়োগ করা হোক। তিনিই দেখবেন স্কুলে কোভিড বিধি ঠিক মতো মানা হচ্ছে কি না।

Skip to content