প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও ৩৯২৯ জন চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়ার প্রক্রিয়া সবিস্তারে খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ নিয়ে একটি মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নির্দেশে এও বলা হয়েছে, প্রাথমিকে ২০২০ সালে যে নিয়োগ হয়েছিল, তার পরও থেকে যাওয়া শূন্যপদগুলিতে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। সেই সঙ্গে নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ওই ১১ নভেম্বরই পর্ষদকে জানাতে হবে হাই কোর্টের নির্দেশের পর কারা কারা চাকরি পেয়েছেন।
নির্দেশে এও বলা হয়েছে, প্রাথমিকে ২০২০ সালে যে নিয়োগ হয়েছিল, তার পরও থেকে যাওয়া শূন্যপদগুলিতে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। সেই সঙ্গে নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ওই ১১ নভেম্বরই পর্ষদকে জানাতে হবে হাই কোর্টের নির্দেশের পর কারা কারা চাকরি পেয়েছেন।
আরও পড়ুন:
তিনিই সারস্বত সাধনার প্রতিরূপা সত্যিকারের দশভুজা
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-১৪: গিরিশচন্দ্রের ‘প্রভাস যজ্ঞ’ নাটক দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছিল
এদিকে, অন্য একটি মামলায় সোমবার প্রাথমিকে শিক্ষক পদে আরও ৬৫ জন টেট পরীক্ষার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, আগে প্রথমে ৭৭ জন এবং পরে ১১২ জনকে গত ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগের মতো এই ৬৫ জনকেও পুজোর আগে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ইতিমধ্যে নির্দেশ মতো ১৮৫ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদহাই কোর্টে জানায়।