রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে পদক্ষেপ করল। এ নিয়ে পর্ষদ মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ২০২২ সালের ১১ ডিসেম্বর ‘টিচার এলিজিবিলিটি টেস্ট’ (টেট)-এ অংশগ্রহণ করেছিলেন, তাঁরা চাইলেই নিজেদের উত্তরপত্র যাচাইয়ের সুযোগ পাবেন।
উত্তরপত্র যাচাইয়ের সুযোগ পেতে কী ভাবে টেট পরীক্ষার্থীরা আবেদন জানাবেন, তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি পোর্টাল মারফত আবেদন করতে হবে। পোর্টাল ছাড়া আরও একটি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে। ওই ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে।
আরও পড়ুন:

শাহরুখের ‘জওয়ান’ ছবিতে অল্লু অর্জুনকে অভিনয়ের প্রস্তাব! প্রত্যাশা পূরণ হবে অনুরাগীদের?

ভালো ত্বক চান? উপায় লুকিয়ে মুলতানি মাটিতে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ মার্চ বিকেল ৫টা থেকে ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জানানো যাবে। তবে উত্তরপত্র যাচাইয়ের আবেদনের জন্য পরীক্ষার্থীকে ১০০০ টাকা দিতে হবে। এই পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে। পর্ষদ সূত্রে খবর, নিয়োগ নিয়ে দুর্নীতি রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। তাই প্রাথমিকে শিক্ষক নিয়োগে যাতে প্রশ্ন না ওঠে, সে কারণে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।

Skip to content