শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

এবার ৪৮ দিনের মাথায় রাজ্যে প্রকাশিত হল জয়েন্ট এনট্রান্স পরীক্ষার ফল। এ বছর জয়েন্ট এনট্রান্স পরীক্ষার ফলাফলে প্রথম দশের মধ্যে দু’জন উচ্চ মাধ্যমিক বোর্ড, ৬ জন সিবিএসই বোর্ড থেকে এবং ২ জন আইএসসি বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন। ফলাফলে প্রথম দশের ৬০ শতাংশই সিবিএসই বোর্ডের পড়ুয়ারা রয়েছেন। সবচেয়ে ভালো ফল করেছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলা। প্রথম হয়েছেন হিমাংশু শেখর ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল (সিবিএসই) থেকে। একই নামের শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের (সিবিএসই) হিমাংশু শেখর দ্বিতীয় হয়েছেন। ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায় তৃতীয় এবং সাউথ পয়েন্টের জাহ্নবী শ চতুর্থ। পঞ্চম হয়েছেন কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরি। ষষ্ঠ স্থানে আছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের সৌম্যপ্রভ দে। জামশেদপুরের ডিবিএমএস কদমা হাই স্কুল থেকে সপ্তম হয়েছেন দেবরাজ কর্মকার। অগ্নিদ্ধ্র দে সাউথ পয়েন্ট স্কুল থেকে অষ্টম। ক্যালকাটা বয়েজ হাই স্কুলের অয়ন অধিকারী নবম স্থানে এবং ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুল থেকে দশম হয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ১৪১৩ জন। এর মধ্যে সফল হয়েছেন ৫৮,৬২৩ জন ছাত্র এবং ২১, ৫৯৮ জন ছাত্রী। জানা গিয়েছে, রেজিস্ট্রেশন শুরু হবে অগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে।

Skip to content