রবিবার বিকেল প্রকাশিত হবে আইএসসি-র ফলাফল। আজ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (সিআইএসসিই) জানিয়েছে, আজ বিকেল ৫টায় প্রকাশিত হবে আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল।
সিআইএসসিই এবার করোনা সংক্রমণের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেয়নি। সে কারণে মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এবার পরীক্ষার ফল প্রকাশিত হবে। কাউন্সিলের জানিয়েছে, দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টারে সব বিষয়ের প্রাপ্ত নম্বরের অর্ধেক, দ্বিতীয় সেমেস্টারে যোগ করা হবে। চূড়ান্ত মার্কশিটে পড়ুয়াদের প্রাক্টিক্যাল বা প্রজেক্টে পাওয়া নম্বরও যোগ করা থাকবে।
সিআইএসসিই এবার করোনা সংক্রমণের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেয়নি। সে কারণে মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এবার পরীক্ষার ফল প্রকাশিত হবে। কাউন্সিলের জানিয়েছে, দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টারে সব বিষয়ের প্রাপ্ত নম্বরের অর্ধেক, দ্বিতীয় সেমেস্টারে যোগ করা হবে। চূড়ান্ত মার্কশিটে পড়ুয়াদের প্রাক্টিক্যাল বা প্রজেক্টে পাওয়া নম্বরও যোগ করা থাকবে।
পরীক্ষার ফলাফল দেখা যাবে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট www.cisce.org-তে। ওয়েবসাইটের মেনু বারে আইএসসি অপশনে ক্লিক করে ইউডিআই, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিলে দেখা যাবে ফলাফল। নেওয়া যাবে মার্কশিটের প্রিন্টআউটও। এসএমএস করেও জানা যাবে ফল। ইংরেজিতে আইএসসি লিখে পরীক্ষার্থীর ইউনিক আইডি লিখে পাথাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে।