সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ সালের পরে সরকার কাদের শিক্ষক পদে নিয়োগ করে ছিল, সে বিষয়ে রাজ্যের কাছে তথ্য চায় ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টেরেট)। এর জন্য সব রকম খুঁটিনাটি তথ্য চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সব জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানকে ইতিমধ্যে চিঠিও দিয়েছে। জরুরি ভিত্তিতে সেই সব প্রয়োজনীয় তথ্য পাঠানোর কথা বলা হয়েছে।
হাই কোর্টের নির্দেশে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। সেই তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি। সংসদ চেয়ারম্যানদের পর্ষদের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ২০১১ সালের পর এখনও পর্যন্ত সব নিয়োগের বিস্তারিত তথ্য চেয়েছে ইডি। কোন ফরম্যাট পাঠাতে হবে তাও পর্ষদের চিঠিতে বলা হয়েছে। সেই সঙ্গে বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এও জানানো হয়েছে চিঠিতে, টেট রোল নম্বর, চাকরিপ্রার্থীর নাম, বাবার নাম, ঠিকানা, কোন ক্যাটাগরিতে চাকরি, ইমেল আইডি, মোবাইল নম্বর, কোন স্কুলে চাকরি এবং কোন বছরে— সবই বিস্তারিত ভাবে জানাতে হবে। উল্লেখ্য, পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল দায়িত্ব নিয়েছেন প্রাথমিক শিক্ষায় স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করবেন। সেই সঙ্গে যাতে প্রতি বছর নিয়োগ হয়, তাও গুরুত্ব পাবে।

Skip to content