শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অরিজিৎ রায়

দিন কয়েক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র বিশাখ মণ্ডল বার্ষিক প্রায় দুই কোটি টাকা মাইনের চাকরি পেয়েছেন। বিশাখের পর এবার সবাইকে চমক দিয়েছেন হাওড়ার পড়ুয়া অরিজিৎ। একটি দুটি নয়, তিনি একসঙ্গে দু’মাসে ১৭টি চাকরি পেয়েছেন। ১৭টিই বহুজাতিক সংস্থা। সেই তালিকায় টিসিএস, উইপ্রো, ইনফোসিস, বাইজুস, অ্যাকসেঞ্চার-এর মতো সংস্থা রয়েছে।
সবাইকে অবাক করে দেওয়া সেই অরিজিৎ রায়ের বাড়ি হাওড়ার বালির ঘোষপাড়ায়। তিনি চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের ছাত্র। ১৭টি চাকরির মধ্যে কিছু তিনি ক্যাম্পাসিংয়ে পেয়েছেন। আর কিছু পেয়েছেন একেবারে ব্যক্তিগত উদ্যোগে। এখানেই শেষ নয়, অরিজিৎ বলেন, এই ১৭টি চাকরি ছাড়া আরও কয়েকটি সংস্থার থেকে চূড়ান্ত প্রস্তাব আসার কথা।
কীভাবে সাফল্য এল? অরিজিতের কথায়, প্রথম বর্ষ থেকে সব কটি বিষয় মন দিয়ে পড়েছি। বিশেষ গুরুত্ব দিয়েছিলাম কম্পিউটারের প্রোগ্রামিং-এ। এতেই সাফল্য এসেছে।কলেজের অধ্যক্ষ স্মিতধী গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালো চাকরির সুযোগ এসেছে। কলেজ বন্ধ থাকলেও অনলাইনে পড়াশোনা ও প্র্যাকটিক্যাল ভালো করে হয়েছে। আর এই কারণেই ছাত্রছাত্রীদের চাকরি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

Skip to content