রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলপ্রকাশ করেছে। ৮৫ হাজারের বেশি পরীক্ষার্থীর আজ রিভিউয়ের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে আবার একটি খাতায় ৫৮ নম্বর বেড়েছে! যদিও এই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পদক্ষেপের আশ্বাস দিয়েছে।
এ বার ৮,৩৬১টি আবেদন জমা পড়েছিল স্ক্রুটিনির জন্য। পাশাপাশি রিভিউয়ের জন্য আবেদন জমা পড়েছিল ৮৫ হাজার ২২৭টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মঙ্গলবার জানিয়েছে, রিভিউয়ে মোট ১৮,৫৭৬টি খাতার বেড়েছে নম্বর। এতজনের নম্বর বৃদ্ধির হলেও ২৭২ জনের মেধাতালিকায় কোনও পরিবর্তন হয়নি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা এও জানিয়েছে, এক থেকে পাঁচ নম্বরের মধ্যে হেরফের হয়েছে ৮০ শতাংশ পরীক্ষার খাতায়। এক জন পরীক্ষার্থীর সর্বোচ্চ নম্বর বেড়েছে ৫৮ নম্বর। সংসদের যুক্তি, দুটো পার্টের নম্বর হিসেব করতে গিয়ে কিছু শিক্ষকের ভুল হয়েছে বলে এত নম্বরের গলদ দেখা দিয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সেই সঙ্গে সংসদের সভাপতি এও জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার আবেদনের সংখ্যা কম। যদিও এ বার সব বিষয়েই রিভিউ করার সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তাঁর মতে, সে দিক থেকে দেখতে গেলে সংসদের মূল্যায়ণের প্রতি আস্থা বেড়েছে পড়ুয়াদের। উল্লেখ্য, এ বছর এখনও পর্যন্ত দেড় হাজার খাতার রিভিউ ফল প্রকাশিত হতে বাকি আছে।

Skip to content