শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ব্লাড ক্যানসারে আক্রান্ত শিক্ষিকা সুনীতা শর্মার ১২ দিনের বেতন কেটে নিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার যাদব। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার মহাত্মা গান্ধী বিদ্যাপীঠে। ওই স্কুলের ভূগোলের শিক্ষিকা সুনীতা শর্মা। সম্প্রতিই ওই শিক্ষিকা প্রধান শিক্ষকের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাই কোর্টে মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠে। আদালতে শিক্ষিকা জানান, চিকিৎসার জন্য ছুটি নেওয়ার পরও স্কুল তাঁকে অসুস্থতার জন্য ছুটি অনুমোদন করেনি। এখানেই শেষ নয়, ১২ দিনের বেতন হিসেবে কেটে নেওয়া হয় ৮,৮৫০ টাকাও। এমনকী, অজয়কুমার যাদব প্রধানশিক্ষক থাকাকালীনই ২০১৯ সাল থেকে তাঁর বেতনবৃদ্ধিও হয়নি বলে অভিযোগ শিক্ষিকার।
মঙ্গলবার বিচারপতি ওই স্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার যাদবকে আদালতে ডেকে পাঠান। মামলাটির শুনানি ছিল বুধবার। প্রধান শিক্ষকের বক্তব্য শোনার পর বিচারপতি প্রধান শিক্ষককে তাঁর পদ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বকেয়া ইনক্রিমেন্টের হিসেব অনুযায়ী শিক্ষিকার প্রাপ্য টাকাও মিটিয়ে দেওয়ার কথা বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, হাই কোর্ট ওই প্রধান শিক্ষককের শিক্ষকতার চাকরিটিও কেড়ে নেওয়া যায় কি না তাও খতিয়ে দেখতে বলেছেন।

Skip to content